শিরোনাম

গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৩৪ ফিলিস্তিনির

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

রোববার (২৩ মার্চ) এই তথ্য প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে জানানো হয়, শনিবার ভোর থেকে সারা দিন গাজায় চালানো ইসরাইলি হামলায় প্রাণহানি ঘটে অন্তত ৩৪ জনের। এর মধ্যে, গাজার তুফা এলাকায় ৯ জন, জেইতুনে ২ জন, নেটজারিম করিডোরের কাছে আল-মোঘরাকায় ২ জন, বেইত লাহিয়ায় ৬ জন, দেইর এল-বালাহতে ১ জন এবং খান ইউনিসে আরও ২ জন নিহত হন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলি অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ৪৯ হাজার ৭৪৭ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও ১ লাখ ১৩ হাজার ২১৩ জন।

অবরুদ্ধ গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে। তাদের হিসাব অনুযায়ী, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০-এর বেশি, কারণ এখনো ধ্বংসস্তূপের নিচে বহু ফিলিস্তিনি আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গত শুক্রবার থেকে গাজা, লেবানন এবং সিরিয়ায় ২০০টিরও বেশি স্থানে বিমান হামলা চালানো হয়েছে।

এছাড়া, যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরাইল এবার লেবাননেও হামলা শুরু করেছে। শনিবার দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে ইসরাইলি বিমান হামলা ও গোলাবর্ষণে দুই শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন।