ইসরাইলি ভয়াবহ হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এর ফলে, চলমান সংঘর্ষে নিহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৫০২ জনে। পাশাপাশি, আহতের সংখ্যা ছাড়িয়েছে লক্ষাধিক।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের চলমান হামলায় সর্বশেষ ৩৬ জন নিহত এবং আরও ৯৬ জন আহত হয়েছেন। এতে করে, গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া আক্রমণে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ পাঁচ হাজার ৪৫৪ জনে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। রাস্তাগুলো বিধ্বস্ত হওয়ায় উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে, গাজা জুড়ে ধ্বংসস্তূপের নিচে প্রায় ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
জাতিসংঘ যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে। গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ এবং গির্জাসহ অসংখ্য স্থাপনা ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত আক্রমণের জবাবে ইসরাইল এই ব্যাপক হামলা শুরু করে। ইসরাইলি আগ্রাসনের কারণে গাজার প্রায় ২০ লাখ বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরাইলি হামলার ফলে গাজার ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, পানি এবং ওষুধের সংকট ক্রমশ মারাত্মক রূপ নিচ্ছে।
গাজার ৬০ শতাংশ অবকাঠামো ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। ইসরাইলি আগ্রাসনের কারণে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।