ইসরায়েলের হামলায় ইরানের চার সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। শনিবার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করা হয়। এর আগে তেহরান থেকে দুই সেনার নিহতের খবর নিশ্চিত করা হয়েছিল।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে জানানো হয়, তেলআবিবের হামলায় ইরানের কয়েকটি রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরানের সামরিক বাহিনী দাবি করে, প্রতিরক্ষা বাহিনীর সঠিক সময়ে পদক্ষেপ নেওয়ার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
জানা গেছে, তিনটি প্রদেশে হামলা হয়েছে। তেহরান নিশ্চিত করেছে যে, জ্বালানি স্থাপনা ও পারমাণবিক কেন্দ্রে কোনো হামলা হয়নি।