“ইসরায়েলের রাজধানী তেল আবিবের একটি বাণিজ্যিক এলাকায় বাস স্টেশনে ট্রাক হামলায় একজন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।”
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এ ঘটনায় একজন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন।
রোববার (২৭ অক্টোবর) গিলট ইসরায়েলি সামরিক ঘাঁটির কাছে এই বাস স্টেশনে হামলা ঘটে। উদ্ধারকর্মীরা জানিয়েছে, ট্রাকের নিচে বেশ কয়েকজন চাপা পড়েছেন।
পুলিশ জানিয়েছে, এক চালক ট্রাক নিয়ে বাস স্টেশনে হামলা চালায়। আহতদের উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে এই হামলার বিস্তারিত কিছু জানায়নি।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ঘটনাস্থলে থাকা সাধারণ লোকজন ওই ট্রাক চালককে থামাতে গুলি করে হত্যা করে। ঘাতক চালকের নাম রামি নাসরাল্লাহ। তিনি মধ্য ইসরায়েলের কালানসাওয়ের একজন আরব ইসরায়েলি।
হামলার পর এক বিবৃতিতে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস জানিয়েছে, মোসাদের সদরদপ্তরের সামনে ভয়াবহ হামলা চালানো হয়েছে। তারা বলেছে, ফিলিস্তিনের বিরুদ্ধে ইহুদি গোষ্ঠীর যে অপরাধ সংঘটিত হচ্ছে তার বিরুদ্ধে এটি মোক্ষম জবাব। তবে হামাস বাস স্টেশনে ট্রাক হামলার দায় স্বীকার করেনি।