শিরোনাম

গাজায় ৪৮ ঘণ্টায় নিহত ৯৭০ ফিলিস্তিনি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

ইসরাইলের বর্বর হামলায় গাজায় গত ৪৮ ঘণ্টায় কমপক্ষে ৯৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও শতাধিক। পবিত্র রমজান মাসের মধ্যেই যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে এই হামলা চালানো হয়।

বুধবার (১৯ মার্চ) হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা এএফপি এই হতাহতের সংখ্যা জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইসরাইলি বাহিনীর সাম্প্রতিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯ হাজার ৫৪৭ জনে পৌঁছেছে, যেখানে সোমবার পর্যন্ত এই সংখ্যা ছিল ৪৮ হাজার ৫৭৭ জন।

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে সোমবার রাত থেকে গাজার বিভিন্ন স্থানে ব্যাপক হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। জানুয়ারিতে হওয়া ওই চুক্তির পর এটিই সবচেয়ে ভয়াবহ হামলা বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে, বুধবার গাজায় জাতিসংঘের একটি ভবনেও ইসরাইলি বাহিনীর হামলার ঘটনা ঘটে। এতে সংস্থাটির অন্তত একজন বিদেশি কর্মী নিহত হন এবং গুরুতর আহত হন আরও পাঁচজন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, এই হামলায় জাতিসংঘের একজন বিদেশি কর্মী প্রাণ হারান এবং পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের আল-আকসা শহিদ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।