যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কয়েক মাসের উত্তেজনাপূর্ণ বিতর্ক, সমাবেশ, ও প্রচারণার পর অবশেষে ভোটগ্রহণ চলছে। কিছু এলাকায় এখনো ভোটগ্রহণ বাকি রয়েছে।
সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের সর্বশেষ ফলাফলে দেখা যাচ্ছে, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের চেয়ে (১০৯) বেশ এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প (১৯৮)।
আগে থেকেই ধারণা করা হচ্ছিল, ট্রাম্প হয়তো ভোটের দিনই নিজেকে আগাম বিজয়ী ঘোষণা করতে পারেন। বুধবার (৬ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ট্রাম্পের কয়েকজন ঘনিষ্ঠ উপদেষ্টা তাকে এ ধরনের পরামর্শ দিয়েছেন।
উপদেষ্টারা মনে করেন, বর্তমান ফলাফল দেখে আগাম বিজয় ঘোষণা করলে তা বিশ্বাসযোগ্য হবে। তারা ট্রাম্পকে বলছেন, মঙ্গলবার (বুধবার) রাতে ফলাফল সম্পূর্ণ নিশ্চিত না হলেও এতে হারানোর কিছু নেই, বরং বিজয় ঘোষণা করা যেতে পারে।
তবে ট্রাম্প এই পরামর্শ মেনে চলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
মার্কিন আইন অনুযায়ী, আনুষ্ঠানিক ফলাফলের আগে বিজয় ঘোষণা করলে তা নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করতে পারে। এতে আইনি চ্যালেঞ্জ, জনমতের নেতিবাচক প্রতিক্রিয়া বা গণতান্ত্রিক মূল্যবোধের অবমাননার অভিযোগ উঠতে পারে।
বিশেষ করে যদি ট্রাম্প আগে থেকেই বিজয় দাবি করেন এবং পরে মেইল-ইন ব্যালট গণনা শেষে ফলাফল উল্টে যায়, তাহলে এটি তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
ডেমোক্র্যাট শিবির থেকে আগেই বলা হয়েছিল, যদি ট্রাম্প আগাম বিজয় ঘোষণা করেন, তারা সেই ঘোষণা প্রতিহত করতে প্রস্তুত।