আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফারাহ ও কান্দাহার প্রদেশে প্রবল শিলা বৃষ্টি ও ভারী বর্ষণের ফলে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ৬ জন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দেশটির সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
ফারাহ প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ ইসরাইল সায়ার জানান, শিলা ও প্রবল বৃষ্টির কারণে প্রদেশের বিভিন্ন এলাকায় অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া, আরও ছয়জন আহত হয়েছেন।
অন্যদিকে, কান্দাহার প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, সেখানকার বিভিন্ন স্থানে ভারী বর্ষণের ফলে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘকাল ধরে চলমান সংঘাতের কারণে আফগানিস্তান বিশ্বের অন্যতম দরিদ্র দেশ হয়ে উঠেছে, যা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের মুখে পড়েছে। দেশটি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে।
২০২৩ সালে জাতিসংঘের উন্নয়ন সংস্থার আফগানিস্তান প্রতিনিধি স্টিফেন রড্রিকেস সতর্ক করে বলেছিলেন, দেশটিতে খরা, বন্যা, ভূমির অবক্ষয় এবং কৃষি উৎপাদন কমে যাওয়া অন্যতম বড় চ্যালেঞ্জ।
গত বছরের মে মাসে আকস্মিক বন্যায় আফগানিস্তানে শত শত মানুষের মৃত্যু হয় এবং বিপুল পরিমাণ কৃষিজমি প্লাবিত হয়। উল্লেখ্য, দেশটির প্রায় ৮০ শতাংশ জনগোষ্ঠী কৃষির ওপর নির্ভরশীল।