শিরোনাম

১১ বছর পর পাকিস্তানের মাটিতে পা রাখলেন চীনের প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে

দীর্ঘ ১১ বছর পর পাকিস্তানের মাটিতে পদার্পণ করেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

ইসলামাবাদের রেড জোনে ১৫-১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে এসসিও সম্মেলন, যেখানে যোগ দিতে চীনের প্রধানমন্ত্রী ইতোমধ্যে রাজধানীতে পৌঁছেছেন।

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান সরকার ইসলামাবাদে লকডাউন ঘোষণা করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া, সরকার তিন দিনের জন্য সরকারি ছুটি ঘোষণা করেছে। এই সময়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, আদালত ও বাণিজ্যকেন্দ্র বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজধানীজুড়ে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের টহল বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে পাকিস্তানে চীনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প চলমান, এবং সেগুলোর তদারকির জন্য সেখানে চীনের বেশ কয়েকজন কর্মকর্তা অবস্থান করছেন।

গুরুতর নিরাপত্তা সংকটের মধ্যে তাদের রাখা হয়েছে। মার্চ মাসে সন্ত্রাসীদের গুলিতে পাঁচ চীনা নাগরিক নিহত হন, আর গত সপ্তাহে নিহত হয়েছেন আরও দুই জন।

  • usharbani
  • ঊষারবাণী
  •