ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইল আবারও একটি স্কুলে হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। এছাড়া বেইত হানুনে ইসরাইলি আক্রমণে আরও তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ অক্টোবর) ওয়াফা নিউজ এজেন্সির রিপোর্টের বরাতে আলজাজিরা এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরাইলি সামরিক বাহিনী জাবালিয়া প্রিপারেটরি স্কুলে আর্টিলারি গোলাবর্ষণ করেছে, যেখানে অন্তত ১০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।
উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে থাকা এই স্কুলটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল।
ওয়াফার মতে, বেইত হানুন শহরের কেন্দ্রস্থলে ইসরাইলি বাহিনীর বোমা হামলায় তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হন।
চিকিৎসা সূত্র আলজাজিরাকে জানিয়েছে, ইসরাইলের ১৭ দিন আগে শুরু করা উত্তর গাজার হামলায় এখন পর্যন্ত অন্তত ৬৪০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
অন্যদিকে, বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার উত্তর গাজায় ইসরাইলি হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন।
মেডিকেল সূত্রের তথ্যমতে, জাবালিয়ার বিরকেট আবু রশিদের কাছে একটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত স্কুলে কামানের গোলাবর্ষণে সাতজন নিহত এবং অনেক মানুষ আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাতিসংঘ পরিচালিত ক্রিজম স্কুলে বেসামরিক লোকেরা জড়ো হয়েছিল, যেখানে ইসরাইলি ট্যাংক শেল নিক্ষেপ করে।
এছাড়া, জাবালিয়া আল-বালাদে পানি সংগ্রহের সময় একটি ইসরাইলি বিমান হামলায় ছয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে প্যারামেডিকরা জানিয়েছেন।
মেডিকেল সূত্রের তথ্যমতে, জাবালিয়ার বিরকেট আবু রশিদের কাছে একটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত স্কুলে কামানের গোলাবর্ষণে সাতজন নিহত এবং অনেক মানুষ আহত হয়েছেন।
গাজা শহরের উত্তরাঞ্চলে বিরকেট শেখ রাদওয়ানের কাছে একটি বাড়িতে ইসরাইলি গোলাবর্ষণে আরও ৯ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।