শিরোনাম

গাজায় ইসরাইলি বর্বর হামলায় নিহত আরও ৫৫ ফিলিস্তিনি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে

গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় আরও ৫৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৪২ হাজার ৩৫০ জনে পৌঁছেছে। এছাড়া এই হামলায় আহত হয়েছেন ৯৯ হাজারেরও বেশি মানুষ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় ইসরাইলের চলমান হামলায় নিহতদের সংখ্যা ৪২ হাজার ৩৪৪ জনে পৌঁছেছে। এছাড়া আহতের সংখ্যা ৯৯ হাজার ১৩ জনে দাঁড়িয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫৫ জন নিহত এবং ৩২৯ জন আহত হয়েছেন। অনেকেই এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন, যাদের উদ্ধার করতে পারছে না উদ্ধারকর্মীরা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ধারণা, গাজা জুড়ে ধ্বংস হওয়া ভবনের নিচে আরও ১০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের পরও ইসরাইল তাদের হামলা অব্যাহত রেখেছে।

গত ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে ইসরাইল গাজায় লাগাতার বিমান ও স্থল হামলা চালিয়ে আসছে। এতে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবিরসহ অসংখ্য ভবন ধ্বংস হয়েছে এবং প্রায় ২০ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

জাতিসংঘের মতে, ইসরাইলের এই আগ্রাসনের ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং সেখানে খাদ্য, পানি ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে।

  • usharbani
  • ইসরাইল
  • ঊষারবাণী
  • ফিলিস্তিন
  •