উত্তর গাজার বেইত লাহিয়ায় ইসরাইলি বাহিনীর হামলায় আরও ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলায় অনেকেই আহত হয়েছেন এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে গাজার সরকারি মিডিয়া অফিস।
রোববার (২০ অক্টোবর) আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খলিল আল-হাইয়া জানিয়েছেন, শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বেইত লাহিয়ায় ইসরাইলি বাহিনীর আক্রমণের ফলে কমপক্ষে ৭৩ জন প্রাণ হারিয়েছেন।
তিনি আরও জানান, ইসরাইলি বাহিনী উত্তর গাজায় আমাদের জনগণকে উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে। তারা আল-আওদা এবং কামাল আদওয়ান হাসপাতালকেও হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে।
অন্যদিকে, হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যু হওয়ার পর হামাস জানিয়েছে, গাজার ওপর হামলা বন্ধ না হলে, ইসরাইলি বাহিনী সম্পূর্ণভাবে প্রত্যাহার না করা হলে এবং ইসরাইলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দিদের মুক্তি না দিলে, ইসরাইলি বন্দিদের মুক্তি দেওয়া হবে না।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় চলমান ইসরাইলি আক্রমণে এখন পর্যন্ত প্রায় ৪২ হাজার ৫১৯ জন নিহত এবং ৯৯ হাজার ৬৩৭ জন আহত হয়েছেন।