শিরোনাম

বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে দুই ভারতীয়সহ আটক ৩

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ দিন আগে
ছবি : সংগৃহীত

বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে তিনজনকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঘন কুয়াশার মধ্যে ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এই তথ্য জানিয়েছে।

আটকদের মধ্যে একজন ইরানি নাগরিক এবং বাকি দুইজন নিজেদের ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দিয়েছেন। আটক করার পর বিএসএফ তাদের পুলিশের কাছে হস্তান্তর করে।

প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার সামসেরনগর এলাকা থেকে গত রোববার রাতে তাদের আটক করা হয়। ধারণা করা হচ্ছে, তারা কালিন্দী নদী পেরিয়ে সাতক্ষীরা জেলার দিকে প্রবেশের চেষ্টা করছিল।

জিজ্ঞাসাবাদে বিএসএফ জানতে পেরেছে, আটক ইরানি নাগরিকের ভারতে থাকার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। অন্যদিকে বাকি দুই ব্যক্তি নিজেদের কাপড়ের ব্যবসায়ী হিসেবে দাবি করে জানিয়েছেন, ব্যবসার প্রয়োজনে তারা একাধিকবার এভাবে সীমান্ত পার হয়েছেন।

বিএসএফ আটকদের হেমনগর কোস্টাল থানায় হস্তান্তর করে। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে সোমবার বসিরহাট আদালতে হাজির করে।

উল্লেখ্য, এই ঘটনার পর বাংলাদেশ-ভারত সীমান্তের নিরাপত্তা ব্যবস্থায় আবারও প্রশ্ন উঠেছে। আগে যেখানে বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশের অভিযোগ তুলত ভারতীয় গণমাধ্যম, এবার ইরানি নাগরিকের ধরা পড়ার ঘটনায় উল্টো প্রশ্ন দেখা দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের আরও তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৮৭৩ জন ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। সরকার পতনের পর আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত এই সংখ্যা দাঁড়ায় ৩৮৮-এ।