শিরোনাম

কলকাতার বাজারে উঠেছে বাংলাদেশের ইলিশ, দাম পড়ছে কত?

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে রপ্তানি করা ইলিশের প্রথম চালান ভারতের পশ্চিমবঙ্গে পৌঁছেছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে এই ইলিশ হাওড়ার পাইকারি বাজারে বিক্রি শুরু হয়। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার হাওড়ার বাজারগুলোতে বাংলাদেশের ‘রূপালি শস্য’ নামে পরিচিত ইলিশ মাছ পাওয়া যাচ্ছে।

পাইকারি ব্যবসায়ীদের মতে, প্রথম চালানে হাওড়ায় মোট ১০ মেট্রিক টন ইলিশ এসেছে, যা শুক্রবারের মধ্যেই রাজ্যের বিভিন্ন খুচরা বাজারে পৌঁছানোর কথা। পাইকারি বাজারে ইলিশের দাম কেজি প্রতি ১৪৫০ থেকে ১৬০০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে, তবে চাহিদা ও জোগানের ওপর ভিত্তি করে এই দাম উঠানামা করতে পারে।

বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে মোট ৪০ মেট্রিক টন ইলিশ ইতোমধ্যেই পৌঁছেছে। বৃহস্পতিবার বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে ইলিশ ভারতে প্রবেশ করে। শুক্রবার আরও কিছু ইলিশ এ সীমান্ত দিয়ে ঢুকবে বলে আশা করা হচ্ছে।

বিক্রেতারা খুশি যে পূজার আগে বাজারে পদ্মার ইলিশ পাওয়া যাচ্ছে। তবে খুচরা বাজারে ইলিশের দাম কেজি প্রতি ১৮০০ থেকে ২২০০ টাকা হতে পারে বলে জানানো হয়েছে। ফলে মধ্যবিত্তদের জন্য ইলিশের দাম কিছুটা চাপ তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।

‘ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’-এর সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ আশা প্রকাশ করেছেন যে, জোগান বাড়লে পূজার আগে ইলিশের দাম কিছুটা কমতে পারে। তবে বর্তমানে পাইকারি বাজারে ইলিশের চাহিদা তুঙ্গে রয়েছে।

দু’দেশের মধ্যে মোট ২৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানি ও আমদানি করার অনুমতি দেওয়া হয়েছে, যা ১২ অক্টোবর পর্যন্ত চলবে বলে জানা গেছে।

  • usharbani
  • ইলিশ
  • ঊষারবাণী
  • বাংলাদেশ
  • ভারত
  •   local-nogod-300-x-250