সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাবা এবং দেশটির প্রয়াত রাষ্ট্রপতি হাফিজ আল-আসাদের সমাধিতে আগুন দিয়েছে বিদ্রোহীরা। এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে একটি ১ মিনিট ১১ সেকেন্ডের ভিডিও ফুটেজ শেয়ার করা হয়, যেখানে দেখা যায় পশ্চিম সিরিয়ার লাতাকিয়া প্রদেশে হাফিজ আল-আসাদের সমাধির পাশে আগুন জ্বলছে। ভিডিওতে আরও কয়েকজন বিদ্রোহী যোদ্ধাকে ঘটনাস্থলে উপস্থিত থাকতে দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, সমাধির কাছ থেকে একটি কফিন তুলে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি হাফিজ আল-আসাদের সমাধি থেকে তোলা হয়েছে।
হাফিজ আল-আসাদ ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত সিরিয়ার ক্ষমতায় ছিলেন। তার মৃত্যুর পর তাকে লাতাকিয়ার কারদাহা এলাকায় পরিবারের পৈতৃক সমাধিস্থলে দাফন করা হয়। হাফিজ আল-আসাদের মৃত্যুর পর তার পুত্র বাশার আল-আসাদ সিরিয়ার রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন।
হাফিজ আল-আসাদ শিয়া মুসলমানদের একটি শাখা আলাওয়ি সম্প্রদায়ের সদস্য ছিলেন। আলাওয়ি সম্প্রদায়টি সিরিয়ার একটি ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী, যারা মূলত ভূমধ্যসাগরের উপকূলীয় এলাকা এবং তুরস্ক সীমান্তবর্তী লাতাকিয়া প্রদেশে বসবাস করে।
সমাধি এবং কফিনে আগুন দেওয়ার ঘটনা সিরিয়ার রাজনৈতিক এবং সাম্প্রতিক গৃহযুদ্ধের উত্তেজনার আরও একটি উদাহরণ। দেশটিতে চলমান সংঘাতে এ ধরনের ঘটনাগুলো আরও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে।