রাশিয়ার দখলকৃত কুরস্ক অঞ্চলে ইউক্রেনের পক্ষে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করা এক ব্রিটিশ ভাড়াটে সেনাকে আটক করেছে রুশ সেনারা।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা টাস এবং অন্যান্য গণমাধ্যম জানিয়েছে, আটককৃত ব্রিটিশ নাগরিকের নাম জেমস স্কট রিস অ্যান্ডারসন।
টাসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ব্রিটেনের একজন ভাড়াটে সেনা আটক হয়েছেন। আটক হওয়ার পর তিনি নিজেকে জেমস স্কট রিস অ্যান্ডারসন হিসেবে পরিচয় দিয়েছেন। তার কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।
রাশিয়া সমর্থিত একটি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, সেনাবাহিনীর পোশাক পরিহিত এক তরুণ হাঁটু গেড়ে বসে আছেন এবং তার হাত পেছনে বাঁধা। তিনি তার পরিচয় দেন এবং জানান, একসময় তিনি ব্রিটিশ সেনাবাহিনীর সদস্য ছিলেন।
তবে বার্তা সংস্থা রয়টার্স ওই ভিডিও এবং রাশিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদনের সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। ভিডিওটি কখন ধারণ করা হয়েছে, সে বিষয়েও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তারা কোনো মন্তব্য করেনি। তবে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর আটক হওয়া ওই নাগরিকের পরিবারের পাশে রয়েছে।
গত আগস্টে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে আকস্মিক হামলা চালিয়েছিল। বর্তমানে অঞ্চলটির একটি অংশ ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও রুশ সেনারা পাল্টা আক্রমণ জোরদার করে অনেক এলাকা পুনর্দখল করেছে। কিয়েভ জানিয়েছে, ইতোমধ্যে তারা ওই অঞ্চলের দখলকৃত ৪০ শতাংশের বেশি এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে।