মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, লেবাননে যুদ্ধবিরতি চুক্তি বুধবার সকাল থেকে কার্যকর হবে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন বলে জানানোর পর বাইডেন এই মন্তব্য করেন।
মঙ্গলবার জানা যায়, ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্ত্রিসভা এই চুক্তি অনুমোদন করেছে।
হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে বাইডেন বলেন, স্থানীয় সময় ভোর ৪টায় যুদ্ধবিরতি কার্যকর হবে।
এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, চুক্তি অনুমোদনের সময় মন্ত্রিসভার দশজন সদস্য পক্ষে এবং একজন বিপক্ষে ভোট দিয়েছেন।