শিরোনাম

যুদ্ধবিরতির পরও জেনিনে ইসরাইলি হামলায় নিহত ১০

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি চলমান থাকলেও এরই মধ্যে পশ্চিম তীরের জেনিনে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ইসরাইলি বাহিনী জেনিনে এ অভিযান চালিয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবরটি প্রকাশ করেছে আলজাজিরা।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে জানান, ইসরাইলি সেনাবাহিনী, পুলিশ এবং শিন বেট নিরাপত্তা সংস্থা জেনিনে সন্ত্রাসবাদ দমনে একটি ‘বৃহৎ এবং উল্লেখযোগ্য’ অভিযান শুরু করেছে।

তিনি বলেন, ‘ইরানের প্রভাব যেখানেই পৌঁছাবে, সেখানেই আমরা দৃঢ় এবং পদ্ধতিগতভাবে কাজ চালিয়ে যাব। গাজা, লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং পশ্চিম তীরে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।’

ইসরাইলি সামরিক বাহিনীর বিবৃতিতে এই অভিযানকে ‘লোহার প্রাচীর’ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং এটি প্রয়োজন অনুযায়ী চালিয়ে যাওয়ার কথা জানানো হয়েছে।

অন্যদিকে ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার সকালে ড্রোন হামলার পর ইসরাইলি সামরিক যানবাহন জেনিন ও এর শরণার্থী শিবিরে প্রবেশ করে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৪৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১১ হাজারের বেশি আহত হয়েছেন।