শিরোনাম

ট্রাম্পের জয়ে যে প্রতিক্রিয়া জানাল চীন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ট্রাম্পের জয়ে যে প্রতিক্রিয়া জানাল চীন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বিজয়ের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘শান্তিপূর্ণ সহাবস্থান’ আশা করছে চীন। বুধবার (৬ অক্টোবর) নিয়মিত ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ আশাবাদ ব্যক্ত করেন বলে জানায় আল জাজিরা।

ব্রিফিংয়ে মাও নিং বলেন, “পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান, এবং জয়-জিত সহযোগিতার ভিত্তিতে চীন-মার্কিন সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাই।” তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি চীনের নীতি নিরবচ্ছিন্ন।

ব্রিফিং চলাকালীন সময়েও ট্রাম্প ২৭০টি ইলেক্টোরাল ভোট অর্জন করেননি। এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও মাও বলেন, “মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়।” চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন করবেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “আমরা আমেরিকান জনগণের সিদ্ধান্তকে সম্মান করি। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলের পর আমরা প্রচলিত প্রক্রিয়ায় পারস্পরিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাব।”

২০১৬ সালে প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প বিভিন্ন চীনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছিলেন। এবারও অনেকেই মনে করছেন, তিনি চীনের সঙ্গে নতুন করে বাণিজ্যযুদ্ধে জড়াতে পারেন।

এদিকে বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ফক্স নিউজ জানায়, ডোনাল্ড ট্রাম্প ২৭৭টি ইলেক্টোরাল ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬ ভোট।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে ২৭০টি ইলেক্টোরাল ভোট প্রয়োজন।

  • usharbani
  • ঊষারবাণী
  • চীন
  • ডোনাল্ড ট্রাম্প
  •