শিরোনাম

চীনা নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে
ছবি : সংগৃহীত

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার তীব্রতা বাড়তে থাকায় চীন তার নাগরিকদের ইসরায়েল দ্রুত ছাড়ার নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) চীনের দূতাবাস দেশটির নাগরিকদের উদ্দেশে উইচ্যাটে এক বিবৃতি প্রকাশ করে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, যারা এখনও ইসরায়েলে অবস্থান করছেন, তাদের দ্রুত নিরাপদে দেশত্যাগ করতে হবে। বিশেষ করে জর্ডানের দিকে স্থলপথে রওনা হওয়ার পরামর্শ দেওয়া হয়। বলা হয়েছে, “চীনা দূতাবাস সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছে, নিরাপত্তা নিশ্চয়তার ভিত্তিতে ইসরায়েল ত্যাগ করাই এখন সবচেয়ে জরুরি।”

চীনা দূতাবাস আরও উল্লেখ করে, ইরান-ইসরায়েল সংঘাত দিন দিন বেড়েই চলেছে। এতে বহু বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাধারণ মানুষের হতাহতের ঘটনাও বাড়ছে। ফলে নিরাপত্তা পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে।