যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছয় দিনেও নিয়ন্ত্রণে আসেনি ভয়াবহ দাবানল। আগুন দিক পরিবর্তন করে নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে, আর ঝোড়ো বাতাসের পূর্বাভাস পরিস্থিতিকে আরও শঙ্কাজনক করে তুলেছে। এখন পর্যন্ত দাবানলে ২৪ জনের মৃত্যু নিশ্চিত হওয়ার পাশাপাশি ১৬ জন নিখোঁজ রয়েছেন।
দাবানল পাঁচদিন ধরে তাণ্ডব চালাচ্ছে এবং নতুন করে ব্রিটেন উডস ও সান ফার্নান্দো ভ্যালির দিকে অগ্রসর হয়েছে। পালিসেডস, ইটন, কেনেথ, লিডিয়া, হার্স্ট এবং আর্চারের অনেক এলাকায় আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ করে পালিসেডস দাবানল আরও এক হাজার একর এলাকা গ্রাস করেছে।
সোমবার (১৩ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনার রোববার ২৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
বর্তমানে লস অ্যাঞ্জেলেসে চারটি দাবানল সক্রিয় রয়েছে, যার মধ্যে পালিসেডস সবচেয়ে ভয়াবহ। এটি ইতোমধ্যে ২২ হাজার একর এলাকা পুড়িয়ে ফেলেছে এবং এখন পর্যন্ত কেবল ১১ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
আগুনের কারণে পুরো এলাকা ভস্মীভূত হয়ে গেছে। প্রায় ৪০ হাজার একর জমি পুড়ে গেছে এবং ১২ হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। প্রায় এক লাখের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, লস অ্যাঞ্জেলেস ও ভেঞ্চুরা কাউন্টিতে বাতাসের গতি ঘণ্টায় ৬০ মাইল পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে।
দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাসিন্দাদের অপ্রয়োজনীয় ঘরের বাইরে বের না হতে এবং মাস্ক ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী সপ্তাহের জন্যও অগ্নিকাণ্ডের সতর্কতা জারি করা হয়েছে।