শিরোনাম

দিল্লি হয়ে শনিবার ঢাকা আসছেন ডোনাল্ড লু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে

তিনদিনের সফরে শনিবার ঢাকা আসছেন উচ্চপর্যায়ের একটি মার্কিন প্রতিনিধি দল, যার মূল লক্ষ্য হবে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা। প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান।

দলে আরও রয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু এবং ইউএসএইডের এশিয়া বিষয়ক উপ-সহকারী প্রশাসক অঞ্জলি কৌরসহ আরও বেশ কয়েকজন। সফরকালে প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করবেন।

এই বৈঠকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে, বিশেষ করে ছাত্র-জনতার আন্দোলনের পর রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে। এছাড়া, বাংলাদেশের বর্তমান সংকট মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়ে জানতে আগ্রহী থাকবে ওয়াশিংটন।

ডোনাল্ড লু ঢাকা সফরের আগে দিল্লি হয়ে আসছেন, যেখানে তিনি যুক্তরাষ্ট্র-ভারত প্রতিরক্ষা সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করবেন। সেখানে যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপাক্ষিক ইস্যুগুলোর পাশাপাশি বাংলাদেশের প্রসঙ্গও আলোচনায় গুরুত্ব পাবে।