মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা এক হাজারের বেশি হতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। শুক্রবার (২৮ মার্চ) সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারে যে মাত্রার ভূমিকম্প হয়েছে, তা দেশটির বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং এতে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে। শুক্রবার দুপুরে দেশটির মধ্যাঞ্চলীয় শহর সাগাইংয়ে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে।
ইউএসজিএস আরও জানায়, মিয়ানমারে ৭ দশমিক ৭ এবং ৬ দশমিক ৪ মাত্রার দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে।
এখনও ভূমিকম্পের বিস্তারিত ক্ষয়ক্ষতি সম্পর্কে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি। তবে থাইল্যান্ডে ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতির বিভিন্ন ছবি, ভিডিও ও তথ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে, যা থেকে বোঝা যাচ্ছে ভূমিকম্পটি অত্যন্ত বিধ্বংসী ছিল।
এদিকে, মিয়ানমারের রাজধানী নেপিদোসহ ছয়টি শহর ও অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সামরিক সরকার।