শিরোনাম

গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব মিশরের, প্রত্যাখ্যান করল হামাস

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে
ছবি : সংগৃহীত

মিশর যুদ্ধবিরতির জন্য একটি নতুন প্রস্তাব দিয়েছে, যেখানে শর্ত হিসেবে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসকে নিরস্ত্র করার কথা বলা হয়েছে। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস।

আলজাজিরাকে নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের এক শীর্ষ কর্মকর্তা জানান, তারা মিশরের পক্ষ থেকে একটি যুদ্ধবিরতির প্রস্তাব পেয়েছেন। তবে ওই প্রস্তাবে ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছানোর আগে হামাসকে অস্ত্রসমর্পণের শর্ত আরোপ করা হয়েছে।

তিনি বলেন, “আমাদের প্রতিনিধিদল মিশরের এই প্রস্তাবে বিস্মিত হয়েছে, কারণ এতে আমাদের প্রতিরোধ আন্দোলনের নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করার প্রস্তাব ছিল।”

মিশরের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, হামাস যদি অস্ত্র ত্যাগ না করে, তবে কোনো যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানো সম্ভব নয়।

হামাস জানিয়ে দিয়েছে, তারা নিজেদের অবস্থানে অটল রয়েছে—যে কোনো ধরনের সমঝোতা হতে হবে গাজায় ইসরাইলের আগ্রাসন বন্ধ এবং দখলদার বাহিনীর পূর্ণ প্রত্যাহারকে কেন্দ্র করে।

ওই কর্মকর্তা আরও জানান, “হামাসের অস্ত্র কোনো আলোচনার বিষয় নয়।”

অন্যদিকে, ইসরাইল বারবার বলছে, যুদ্ধ বন্ধের একমাত্র উপায় হলো হামাসকে সম্পূর্ণভাবে পরাজিত করা এবং তাদের অস্ত্রসমর্পণ নিশ্চিত করা।

প্রায় ১৫ মাস ধরে চলা সামরিক অভিযানের পর আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি ইসরাইল গাজায় সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে মার্চের মাঝামাঝি সময় থেকে তারা আবারও গাজায় বিমান হামলা শুরু করে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ১,৫৭৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৪,১১৫ জন।

Krishibid Group Real Estate-ads