বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ৪০৮ জন আরোহী নিয়ে ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ফ্লাইটটি ঢাকা থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইগামী ছিল বলে জানা গেছে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে দ্য হিন্দু বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, ফ্লাইটটিতে ৩৯৬ জন যাত্রী ও ১২ জন ক্রু সদস্য ছিলেন।
নাগপুর বিমানবন্দরের এক সিনিয়র কর্মকর্তা জানান, প্রযুক্তিগত সমস্যার কারণে ১৯ ফেব্রুয়ারির মধ্যরাতে ফ্লাইটটিকে বিকল্প রুটে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে নিরাপদে অবতরণ করানো হয়।
অপর এক কর্মকর্তা জানিয়েছেন, যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।