শিরোনাম

বিরোধীদের বিক্ষোভ ও সহিংস আন্দোলন, যে হুঁশিয়ারি দিলেন এরদোগান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

ইস্তাম্বুলের মেয়র একরাম ইমামোগলুর কারাবাসকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই বিক্ষোভে পুলিশ সদস্যদের আহত হওয়া এবং সরকারি সম্পত্তির ক্ষতির দায় দেশটির প্রধান বিরোধীদলকে নিতে হবে।

সোমবার (২৪ মার্চ) আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোগান এই বক্তব্য দেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তিনি বলেন, ইস্তাম্বুলের প্রধান বিরোধী নেতার গ্রেফতারের পর জনগণকে রাস্তায় নামার আহ্বান জানানো হয়েছে, যা জাতির জন্য বিস্ময়কর।

এরদোগান আরও বলেন, আন্দোলনের কারণে আহত পুলিশ সদস্য এবং ক্ষতিগ্রস্ত সরকারি সম্পত্তির জন্য বিরোধী দল সম্পূর্ণভাবে দায়ী থাকবে। তিনি জানান, রাজনৈতিক ও আইনি পর্যায়ে এই ঘটনার জন্য তাদের জবাবদিহির আওতায় আনা হবে।

সন্ত্রাসী কর্মকাণ্ড ও দুর্নীতির অভিযোগে গত বুধবার ইমামোগলুকে গ্রেফতার করা হয়। তার গ্রেফতারের পর দেশটিতে এক দশকের মধ্যে সবচেয়ে বড় আন্দোলন শুরু হয়েছে।

রোববার আদালত তার বিচার প্রক্রিয়া স্থগিতের পরও দুর্নীতির অভিযোগে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। তবে ইমামোগলু তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশটির বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছে। ইমামোগলুর মুক্তির দাবিতে শুরু হওয়া এই আন্দোলন এখন সরকারবিরোধী রূপ নিয়েছে।

পঞ্চম দিনের মতো শান্তিপূর্ণ বিক্ষোভ অব্যাহত থাকলেও স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া জানিয়েছেন, এই বিক্ষোভে ১২৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকার রাস্তায় কোনো সন্ত্রাসী কার্যকলাপ সহ্য করবে না। বিক্ষোভ শুরুর পর গত পাঁচ দিনে ১,১৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

ইমামোগলুর দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দিয়েছে এবং এই গ্রেফতারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অগণতান্ত্রিক বলে আখ্যা দিয়েছে।

এদিকে, এরদোগান বিরোধী দলকে উসকানি বন্ধ করার আহ্বান জানিয়ে বলেছেন, এই বিক্ষোভ শেষ পর্যন্ত থেমে যাবে এবং তারা তাদের কর্মের জন্য লজ্জিত হবে।