লেবাননে যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রস্তাবে সম্মতি জানিয়েছে ইরানসমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।
বুধবার হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম জানান, তারা যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করে সংসদের স্পিকার নাবিহ বেরির মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জমা দিয়েছেন। একইসঙ্গে তিনি বলেন, “এখন বল ইসরাইলের কোর্টে।”
বৃহস্পতিবার (২১ নভেম্বর) টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
এক পূর্ব রেকর্ড করা বক্তৃতায় কাসেম বলেন, যুদ্ধবিরতি বিষয়ে হিজবুল্লাহ তাদের অবস্থান সংবাদমাধ্যমে প্রকাশ করবে না। তবে তারা দুইটি নীতি অনুসরণ করছে: প্রথমত, শত্রুতার সম্পূর্ণ অবসান এবং দ্বিতীয়ত, লেবাননের সার্বভৌমত্বের সুরক্ষা।
গুঞ্জন রয়েছে, যুদ্ধবিরতি হলেও ইসরাইল হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলার স্বাধীনতা চায়। তবে হিজবুল্লাহ এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে।
কাসেম বলেন, “ইসরাইলকে লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করতে দেওয়া হবে না।” তিনি আরও উল্লেখ করেন, “ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়ানোর সক্ষমতা হিজবুল্লাহর রয়েছে এবং আমরা যেকোনো মূল্য দিতে প্রস্তুত।”
এদিকে, ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সা’র ১০০ বিদেশি রাষ্ট্রদূতকে জানিয়েছেন, তারা হিজবুল্লাহর সঙ্গে একটি টেকসই চুক্তি চায়। তবে চুক্তি লঙ্ঘিত হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে।
এ প্রসঙ্গে লেবাননে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে বুধবার বৈরুত থেকে ইসরাইলে পৌঁছেছেন মার্কিন দূত আমোস হোচস্টেইন।
এক ইসরাইলি কর্মকর্তা জানান, হোচস্টেইনের সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে অ্যাক্সিওস জানিয়েছে, বৃহস্পতিবার সকালে তার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।