ইসরায়েলের বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক গণ-বিক্ষোভের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) এক্স (সাবেক টুইটার) পোস্টে তিনি এ আহ্বান জানান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধ পুনরায় শুরু করার পর নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে লাপিদ বলেছেন, “ইসরায়েলি সরকারের কোনো ‘রেড লাইন’ নেই।”
তার পোস্টে তিনি উল্লেখ করেন, “সমগ্র জাতিকে একত্রিত হয়ে বলতে হবে—যথেষ্ট হয়েছে! এটি আমাদের ভবিষ্যৎ, এটি আমাদের দেশ। তাই সবাইকে রাস্তায় নামতে হবে।”
এর আগেও নেতানিয়াহুর পদত্যাগের দাবি তুলেছিলেন লাপিদ। তিনি বলেছিলেন, “ইসরায়েল তার প্রতি আস্থা হারিয়েছে।”
মঙ্গলবার রাতে তেল আবিবের হাবিমা স্কয়ারে প্রায় ৪০ হাজার মানুষ জড়ো হয়ে নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
বিক্ষোভকারীদের মূল দাবি ছিল—
বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে “মিস্টার অ্যাব্যান্ডনমেন্ট” (অবাঞ্ছিত) হিসেবে ঘোষণা দেন এবং তেল আবিবের জাতীয় থিয়েটার ভবনের দেয়ালে এই বার্তা লিখে প্রতিবাদ জানান।
বিক্ষোভে বক্তব্য রাখেন—
নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে জনরোষ ক্রমেই বাড়ছে। লাপিদের নেতৃত্বে এই বিক্ষোভ ইসরায়েলের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।