ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সাম্প্রতিক বিমান হামলা শুরুর আগে ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা হয়েছিল বলে জানিয়েছে হোয়াইট হাউস।
মঙ্গলবার (১৮ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, ইসরাইল গাজায় সাম্প্রতিক হামলা চালানোর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেছে।
তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন, হামাস, হুথি ও ইরান কেবল ইসরাইলের জন্য হুমকি নয়, বরং যুক্তরাষ্ট্রকেও আতঙ্কিত করতে চায়। তাদের অবশ্যই মূল্য দিতে হবে, এবং তাদের ওপর কঠোর প্রতিক্রিয়া আসবে।”
তিনি আরও বলেন, “হুথি, হিজবুল্লাহ, হামাস, ইরান এবং ইরানের মদদপুষ্ট গোষ্ঠীগুলোর উচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে গুরুত্বের সঙ্গে নেওয়া। কারণ তিনি আইনের শাসনকে সমর্থন করেন এবং যুক্তরাষ্ট্রের পাশাপাশি তার মিত্র ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।”
এদিকে, দ্বিতীয় দফা যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হওয়ার পর মঙ্গলবার গাজায় ইসরাইলের ব্যাপক বিমান হামলায় নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে, এবং বহু মানুষ আহত হয়েছে।