শিরোনাম

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৯৩

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার হামলায় একদিনে কমপক্ষে ৯৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও ২৫০-এর বেশি মানুষ। এর ফলে এই যুদ্ধে গাজায় মোট নিহতের সংখ্যা ৫৩ হাজার ৬৫০ ছাড়িয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার ভোর থেকে গাজার বিভিন্ন এলাকায় চালানো ইসরায়েলি আক্রমণে এসব প্রাণহানির ঘটনা ঘটে। একই দিনে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে পরিদর্শনে যাওয়া বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। এ ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চলমান ইসরায়েলি অভিযানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৬৫৫ জনে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন ৮২ জন এবং আহত হয়েছেন আরও ২৬২ জন। যুদ্ধ শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৯৫০ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন এবং সড়কে পড়ে আছেন, কিন্তু উদ্ধারকারী দলগুলোর পক্ষে সেখানে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। তাই হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, গত জানুয়ারিতে হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও, মার্চ মাসে তা ভেঙে দিয়ে ইসরায়েল নতুন করে পূর্ণমাত্রায় গাজায় হামলা শুরু করে। সাম্প্রতিক সময়ে ইসরায়েল তাদের স্থল অভিযান ব্যাপকভাবে বাড়িয়েছে এবং বোমাবর্ষণের মাত্রাও বেড়েছে।

এর আগে, গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এছাড়া, গাজায় ইসরায়েলের এই সামরিক অভিযানকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) একটি মামলা চলমান রয়েছে।