ইসরায়েলি বিমান হামলায় গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছেন ৭২ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ২৭৮ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছেন, যাদের উদ্ধারে অভিযান চলছে।
২০২৩ সালের অক্টোবর মাস থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। শুক্রবারের হামলার পর থেকে এখন পর্যন্ত গাজায় মোট ৫৪ হাজার ৩২১ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ২৩ হাজার ৭৭০ জন আহত হয়েছেন। এই হতাহতের মধ্যে নারী ও শিশু মিলিয়ে সংখ্যা প্রায় ৫৬ শতাংশ।
২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে আকস্মিক হামলা চালায়। ওই হামলায় প্রায় ১২০০ জন ইসরায়েলি নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। এরই প্রতিক্রিয়ায় সেদিন থেকেই গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।
দীর্ঘ দেড় বছরের অভিযানের পর আন্তর্জাতিক চাপের মুখে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারী রাষ্ট্রের হস্তক্ষেপে, গত ১৯ জানুয়ারি উভয় পক্ষ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়।
তবে যুদ্ধবিরতির দুই মাস পূর্ণ হওয়ার আগেই, গত ১৮ মার্চ থেকে আবারও গাজায় হামলা শুরু করে আইডিএফ। এই দ্বিতীয় দফা হামলায় গত আড়াই মাসে প্রাণ হারিয়েছেন আরও ৩ হাজার ৮২২ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন প্রায় ১১ হাজার।