শিরোনাম

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৩৭

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
ছবি : সংগৃহীত

গাজার অবরুদ্ধ এলাকায় ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলায় আরও ৩৭ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ১৯ জন বুরেইজ শরণার্থী শিবিরে একাধিক আঘাতে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর আজকের হামলাগুলোতে নিহত ৩৭ জনের মধ্যে সবচেয়ে বেশি হতাহত ঘটেছে মধ্য গাজার বুরেইজ এলাকায়। সেখানে একটি আবাসিক ভবনে ধারাবাহিক বিমান হামলায় প্রাণ হারান ১৯ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল যে সামরিক অভিযান শুরু করেছে, তা এখনও অব্যাহত রয়েছে। এই দীর্ঘ সহিংসতায় এখন পর্যন্ত ৫৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১ লাখ ২২ হাজারের বেশি মানুষ।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা নিয়ন্ত্রিত সশস্ত্র সংগঠন হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভেতরে প্রবেশ করে আকস্মিক হামলা চালায়। তারা গুলি চালিয়ে প্রায় ১,২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়।

এই হামলার প্রতিক্রিয়ায় একই দিন থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। প্রায় ১৫ মাস ধরে চলা এ অভিযানের পর আন্তর্জাতিক চাপের মুখে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারী দেশের হস্তক্ষেপে, গত ১৯ জানুয়ারি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে।

তবে যুদ্ধবিরতির দুই মাস না যেতেই ১৮ মার্চ থেকে আবারও হামলা শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। দ্বিতীয় দফার এই অভিযানে গত আড়াই মাসে প্রায় ৩,৮২২ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১১ হাজার আহত হয়েছেন।

হামাস যাদের জিম্মি করে নিয়েছিল, তাদের মধ্যে প্রায় ৩৫ জন এখনো জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আইডিএফ জানিয়েছে, তারা এই জিম্মিদের সামরিক অভিযান চালিয়ে মুক্ত করার পরিকল্পনা নিয়েছে।