শিরোনাম

গাজায় ৯০ শতাংশ যুদ্ধবিরতি আলোচনা সম্পন্ন: ফিলিস্তিনি কর্মকর্তা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

গাজায় ১৪ মাসেরও বেশি সময় ধরে ইসরাইলের আক্রমণ চলছে, যদিও আন্তর্জাতিক মহল থেকে যুদ্ধবিরতির জন্য বারবার আহ্বান জানানো হয়েছে। তবে এবার ফিলিস্তিনি এক কর্মকর্তার দাবি, গাজায় যুদ্ধবিরতি আলোচনা প্রায় শেষের পথে। যুদ্ধবিরতি নিয়ে ইতিমধ্যে ৯০ শতাংশ আলোচনা সম্পন্ন হয়েছে, তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনো আলোচনা চলমান রয়েছে।

ফিলিস্তিনি কর্মকর্তা জানান, গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিষয়ে ইসরাইল ও হামাসের মধ্যে আলোচনা প্রায় শেষ পর্যায়ে। তবে, গুরুত্বপূর্ণ কিছু বিষয়, যেমন ফিলাডেলফি করিডোরে ইসরাইলি সামরিক উপস্থিতি এবং একটি বাফার জোন তৈরির ব্যাপারে আলোচনা এখনও চলছে। এই করিডোরটি মিশর সীমান্তের কাছে অবস্থিত এবং দক্ষিণ গাজার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

বিবিসি রিপোর্ট অনুযায়ী, দোহায় অনুষ্ঠিত আলোচনায় গাজার সীমান্তের পাশ দিয়ে একটি বাফার জোন প্রতিষ্ঠা করার প্রস্তাব এসেছে, যেখানে ইসরাইলের সামরিক উপস্থিতি থাকবে। যদি এসব বিষয়ে ঐকমত্য হয়, তাহলে কয়েক দিনের মধ্যেই যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

যুদ্ধবিরতির তিন ধাপের প্রথম পর্বে, প্রত্যেক নারী সেনার মুক্তির বিনিময়ে ২০ জন ফিলিস্তিনি বন্দি মুক্তির প্রস্তাব করা হয়েছে। তবে, ফিলিস্তিনি বন্দিদের নাম নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। ধারণা করা হচ্ছে, ফাতাহর জ্যেষ্ঠ নেতা মারওয়ান বারঘৌতিকে মুক্তি দেয়া হতে পারে, যদিও ইসরাইল এ ব্যাপারে আপত্তি জানাতে পারে।

যুদ্ধবিরতির চূড়ান্ত পর্যায়ে, ১৪ মাসের যুদ্ধের অবসান ঘটবে এবং টেকনোক্র্যাটদের একটি কমিটি গাজার তত্ত্বাবধান করবে। এই কমিটি হবে এমন সদস্যদের নিয়ে, যাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই এবং যাদের প্রতি ফিলিস্তিনের সব পক্ষের সমর্থন রয়েছে।

সম্প্রতি, যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশর যুদ্ধবিরতি চুক্তির জন্য মধ্যস্থতা প্রচেষ্টা শুরু করেছে এবং দুই পক্ষই এই চুক্তি সম্পাদনের জন্য প্রস্তুত বলে জানিয়েছে। তবে, আগের দফা আলোচনা একচোট চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, যখন হামাস স্বল্পমেয়াদী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল।

হামাস এবং ফিলিস্তিনের অন্যান্য সশস্ত্র গোষ্ঠী দাবি করেছে, যদি ইসরাইল নতুন শর্ত আরোপ বন্ধ করে, তবে গাজায় যুদ্ধবিরতি চুক্তি আরো সহজে সম্পন্ন হতে পারে।

  • usharbani
  • ইসরাইল
  • ঊষারবাণী
  • গাজা
  • ফিলিস্তিন
  •