শিরোনাম

মহান হায়দারের নামে যুদ্ধ শুরু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে
ছবি : সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) এক পোস্টে লিখেছেন, “মহান হায়দারের নামে যুদ্ধ শুরু হয়েছে।” ইসলামের ইতিহাসে ‘হায়দার’ নামটি সাধারণত হজরত আলী (রা.)-এর জন্য ব্যবহৃত হয়, যিনি শিয়া মুসলমানদের কাছে প্রথম ইমাম এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অন্যতম উত্তরসূরি হিসেবে গণ্য হন। — খবর বিবিসি।

একই পোস্টে ইংরেজি ভাষায় খামেনি আরও বলেন, “আমরা সন্ত্রাসী ইহুদিবাদী শাসকদের বিরুদ্ধে কঠোর জবাব দেব। তাদের প্রতি কোনো ধরনের সহানুভূতি দেখানো হবে না।”

এর আগেও এক্সে দেওয়া অন্য একটি পোস্টে তিনি সাফ জানিয়ে দেন, ইরান কখনোই ইসরায়েলের সঙ্গে আপসে যাবে না এবং জায়নবাদীদের প্রতি তাদের কোনো মায়া নেই। এসব মন্তব্য তার একাধিক ভাষায় পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রকাশ করা হয়।

এই বক্তব্যগুলো এসেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক মন্তব্যের পর। ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ইরানের সর্বোচ্চ নেতার উদ্দেশে লেখেন, “আমরা ভালোভাবেই জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন।”

তিনি আরও যোগ করেন, “তিনি সহজ লক্ষ্যবস্তু হলেও, আমরা এখনই তাকে সরিয়ে (অর্থাৎ হত্যা করে) ফেলবো না। তবে আমাদের ধৈর্য সীমিত, এবং আমরা কোনোভাবেই চাই না যে বেসামরিক নাগরিক কিংবা মার্কিন সেনারা ক্ষেপণাস্ত্র হামলার শিকার হোক।”

এই প্রেক্ষাপটে খামেনির পক্ষ থেকে প্রকাশিত বক্তব্যটিকে ওয়াশিংটনের হুমকির সরাসরি জবাব হিসেবে দেখছেন বিশ্লেষকরা।