শিরোনাম

নিহত হয়েছেন হাসান নাসরাল্লাহ, নিশ্চিত করলো হিজবুল্লাহ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন বলে জানিয়েছে হিজবুল্লাহ। শনিবার (২৮ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে, শুক্রবার ইসরায়েলের হামলায় বৈরুতের দাহিয়েতে হিজবুল্লাহর সদর দফতরের নিচে এক বেসামরিক ভবনে এ ঘটনা ঘটে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, নাসরাল্লাহর মৃত্যু এই হামলার ফলেই ঘটেছে।

নাসরাল্লাহর মৃত্যুর কিছুক্ষণ পরেই জানা যায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরে খামেনি প্রকাশ্যে নাসরাল্লাহর মৃত্যু নিয়ে প্রতিক্রিয়া জানান এবং এ ঘটনাকে ইসরায়েলের নেতাদের বোকামি ও অদূরদর্শিতার প্রমাণ হিসেবে উল্লেখ করেন। খামেনি আরও বলেন, এই অঞ্চলের প্রতিরোধ শক্তি হিজবুল্লাহর পাশে রয়েছে এবং সকল মুসলিমকে লেবাননের জনগণ ও হিজবুল্লাহকে সমর্থন করার আহ্বান জানান।

ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) দাবি করে যে, এই হামলাটি সরাসরি হাসান নাসরাল্লাহকে লক্ষ্য করে পরিচালিত হয়েছিল। হামলায় হিজবুল্লাহর সাউদার্ন ফ্রন্টের কমান্ডারও নিহত হন। আইডিএফ চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি এক ভিডিও বার্তায় বলেন, “যারা ইসরায়েলি নাগরিকদের হুমকি দেয়, তাদের আমরা যেখানেই হোক খুঁজে বের করতে পারি, তা উত্তর, দক্ষিণ কিংবা আরো দূরবর্তী কোনো স্থানেই হোক না কেন।”

প্রসঙ্গত, আইডিএফ তাদের এক্স প্ল্যাটফর্মে বলেছিল যে, হাসান নাসরাল্লাহ আর পৃথিবীতে আতঙ্ক ছড়াতে পারবে না।

Krishibid Group Real Estate-ads