শিরোনাম

ইসরাইলি সেনাক্যাম্পে হিজবুল্লাহর ড্রোন হামলা, নিহত ৪

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরাইলের হাইফার দক্ষিণে বেনইয়ামিনা এলাকায় অবস্থিত ইসরাইলি সেনাবাহিনীর গোলানি ব্রিগেড ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় ৪ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন।

রোববার (১৩ অক্টোবর) হিজবুল্লাহ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে, যা আলজাজিরা প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর চালানো হামলার প্রতিক্রিয়ায় তারা ইসরাইলের বেনইয়ামিনা এলাকার সামরিক ক্যাম্পে এই আক্রমণ চালিয়েছে।

উল্লেখ্য, এই অঞ্চলটি ইসরাইল-লেবানন সীমান্ত থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

ইসরাইলের সামরিক রেডিওতে এই হামলার ফলে চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়াও, দেশটির অ্যাম্বুলেন্স সার্ভিস থেকে জানা গেছে, আহত হয়েছেন ৩৯ জন। তবে পরে ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হিজবুল্লাহর এই ড্রোন হামলায় আহতের সংখ্যা অন্তত ৬৭ জন।