শিরোনাম

ইসরাইলের ৬ ট্যাংকে আঘাত হেনেছে হিজবুল্লাহ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে

লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ লেবানিজ ভূখণ্ডে ইসরাইলি আগ্রাসন প্রতিরোধের প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং দখল করা অঞ্চলের গভীরে ইসরাইলি লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এর ফলে ইসরাইলি বাহিনীর ছয়টি ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার তাদের সর্বশেষ অপারেশনের বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, বিভিন্ন স্থানে ছয়টি ইসরাইলি মার্কাভা ট্যাংককে গাইডেড মিসাইল দিয়ে আঘাত করা হয়েছে। এ তথ্য মেহের নিউজের এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।

হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, গাজায় ফিলিস্তিনি জনগণের সাহসী ও সম্মানজনক প্রতিরোধের প্রতি তাদের দৃঢ় সমর্থন রয়েছে এবং লেবাননের জনগণের সুরক্ষায় তারা প্রতিজ্ঞাবদ্ধ। মঙ্গলবার দুপুর ২টার দিকে ইসরাইলি বাহিনী টেইবেহ শহরের দিকে অগ্রসর হলে ইসলামী প্রতিরোধ যোদ্ধারা একটি মার্কাভা ট্যাংকে গাইডেড মিসাইল দিয়ে আঘাত হানে, এতে ট্যাংকটি ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে নিহত ও আহতের ঘটনা ঘটে।

আরেক বিবৃতিতে বলা হয়েছে, মিসগাভ আম অঞ্চলের কাছে আরেকটি মার্কাভা ট্যাংকে গাইডেড মিসাইল হামলা চালানো হয়, যা সেটিকে ধ্বংস করে দেয়। এতে সেখানেও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

হিজবুল্লাহর রকেট হামলা লেবাননের সীমান্তবর্তী আইতা আল-শাব এবং খাল্লেত আল-আসাকার এলাকায় ইসরাইলি সেনাদের অবস্থান এবং দখলকৃত প্যালেস্টাইনের কিরিয়াত শ্মোনা ও মানারা বসতিতে আঘাত হানে।

হিজবুল্লাহর বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার রাত ১০টায় ইসলামী প্রতিরোধের যোদ্ধারা মালিকিয়াহ অঞ্চলে ইসরাইলি সেনাদের চলাচল লক্ষ্য করে রকেট হামলা পরিচালনা করে।