সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শিবানীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌদি আরব সফরে গেছেন। স্থানীয় সময় বুধবার (১ জানুয়ারি) রাতে তারা রিয়াদে পৌঁছান। এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি, যা আরব নিউজের এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শিবানীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলে প্রতিরক্ষামন্ত্রী মারাহফ আবু কাসরা এবং গোয়েন্দাপ্রধান আনাস খাত্তাব অন্তর্ভুক্ত ছিলেন। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এলখেরেজি।
এর আগে, গত সোমবার (৩০ ডিসেম্বর) আল-শিবানী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে জানান, তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের আমন্ত্রণ গ্রহণ করেছেন। এটি সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদের পতনের পর তার প্রথম বিদেশ সফর।
একই সময়, আল-আরাবিয়ায় প্রচারিত এক সাক্ষাৎকারে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের প্রধান আহমেদ আল-শারা সৌদি আরবের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, “সিরিয়ার ভবিষ্যতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যা সৌদি আরব আমাদের জন্য করেছে তা গর্বের বিষয়।”
আহমেদ আল-শারা আরও বলেন, তিনি তার শৈশব রিয়াদে কাটিয়েছেন এবং ভবিষ্যতে আবারও শহরটি পরিদর্শনের আশাবাদ ব্যক্ত করেন।