শিরোনাম

ভিক্ষা করব না মুচলেকা দিয়ে হজ-ওমরাহতে যেতে হবে পাকিস্তানিদের 

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত

সৌদি আরবে ভিক্ষাবৃত্তি রোধে নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে পাকিস্তান সরকার। তীর্থযাত্রীর বেশে সৌদিতে গিয়ে কেউ ভিক্ষা করতে না পারে, তা নিশ্চিত করতে মুচলেকা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সিয়াসাতের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত সেপ্টেম্বরে সৌদি সরকার পাকিস্তানি ভিক্ষুকদের ধরতে অভিযান চালায়। এরপর তারা পাকিস্তানকে সতর্ক করে জানায়, ওমরাহ ও হজ ভিসায় সৌদিতে বিপুল সংখ্যক পাকিস্তানি ভিক্ষুক প্রবেশ করছে।

এ অবস্থায়, সৌদি সরকার পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয়কে কঠোর বার্তা দেয়, যাতে এই সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।

এরপর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান, তারা ইতোমধ্যে ৪,৩০০ জন ভিক্ষুককে “এক্সিট কন্ট্রোল লিস্টে” অন্তর্ভুক্ত করেছে।

এআরওয়াই নিউজ জানায়, তীর্থযাত্রীর বেশে সৌদি আরবে ভিক্ষুক পাঠানো ঠেকাতে পাকিস্তান সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে, তীর্থযাত্রীদের সৌদি আরবে যাওয়ার আগে মুচলেকা দিতে হবে, যাতে তারা সেখানে ভিক্ষাবৃত্তিতে জড়িত না হয়।

এছাড়া, তীর্থযাত্রীদের দলবদ্ধভাবে ভ্রমণ করতে বাধ্য করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এতে কেউ সহজে ভিক্ষাবৃত্তিতে জড়াবে না। পাশাপাশি, ভ্রমণ সংস্থাগুলোকেও তীর্থযাত্রীদের কাছ থেকে একই ধরনের মুচলেকা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পাকিস্তান সরকার আরও জানিয়েছে, ভিক্ষুক প্রেরণের সঙ্গে জড়িত থাকা ট্রাভেল এজেন্সিগুলোর বিরুদ্ধেও ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • usharbani
  • ঊষারবাণী
  • পাকিস্তান
  • হজ-ওমরাহ
  •