যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। বুধবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইমরান খান ট্রাম্পকে শুভেচ্ছা জানান।
পোস্টে উল্লেখ করা হয়েছে, “ইমরান খান ও পিটিআইয়ের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন। মার্কিন জনগণের ইচ্ছা বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে।”
এছাড়াও পিটিআই নেতা জুলফি বুখারি ইমরান খানের পক্ষে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বলেছেন, “ভবিষ্যতের দিকে এটি একটি নতুন সম্ভাবনার যুগ, যেখানে আমরা আশা করি যে নতুন এই অধ্যায় বিশ্বব্যাপী সমস্যাগুলোর সমাধানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ আনবে।”
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। তিনি ট্রাম্পের সফলতা কামনা করে বলেছেন, পাকিস্তান নতুন মার্কিন প্রশাসনের সাথে সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রতিজ্ঞাবদ্ধ।
পাকিস্তানের পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিও ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বলেছেন, “আমেরিকার জনগণ ট্রাম্প ও তার দলকে এক অসাধারণ বিজয় উপহার দিয়েছে।”