শিরোনাম

ফেরত পাঠানোর চাপের মধ্যেই হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ ঘন্টা আগে
ফাইল ছবি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের আগস্টে বাংলাদেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার তাকে ফেরত আনার জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে। তবে এই পরিস্থিতির মধ্যেই জানা গেছে, শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার।

হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, ঢাকার পক্ষ থেকে ক্রমাগত চাপ থাকা সত্ত্বেও শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনার ভারতে অবস্থানের সুবিধার্থে স্থানীয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)-এর মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। তবে, ভারতে শরণার্থী আইন না থাকায় শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে জল্পনা উড়িয়ে দিয়েছে সূত্রটি।

অন্যদিকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, গুম ও জুলাই গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ৭৫ জনের পাসপোর্ট গণহত্যার অভিযোগে এবং ২২ জনের পাসপোর্ট গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাতিল করা হয়েছে।

এছাড়া, গত ২৩ ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে চিঠি পাঠিয়েছিল। তবে, এই বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিশ্চিত করেছেন।