শিরোনাম

বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ তুলে ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। এর মধ্যে দেশটির বেশ কিছু হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা বন্ধের ঘোষণা দিয়েছে। তবে ভারত যে আদতে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবায় আকৃষ্ট করতে চায়, তা স্পষ্ট। এ লক্ষ্যে তারা অবকাঠামো উন্নয়নে কাজ করছে।

বাংলাদেশি রোগীদের বয়কটের বিষয়ে বিজেপি এবং হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর প্রচারণা ভারতজুড়ে উত্তেজনা সৃষ্টি করেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি মূলত ভোটব্যাংক শক্তিশালী করার রাজনৈতিক কৌশল।

পেট্রাপোলকে বড় সীমান্ত শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করেছেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বলেছেন, পেট্রাপোল থেকে বাগদা পর্যন্ত রেল সংযোগ স্থাপনের পাশাপাশি কলকাতার সঙ্গে মেট্রোর মাধ্যমে যোগাযোগ উন্নত করার উদ্যোগ নেওয়া হবে। এ উদ্যোগ বাংলাদেশ থেকে আসা লাখো রোগীর উন্নত চিকিৎসা সেবার প্রয়োজন মেটাতে সহায়ক হবে।

শুক্রবার শিলিগুড়িতে সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর রেইজিং ডে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ সময় পেট্রাপোলে বিএসএফ সদস্যদের জন্য ৩০ কোটি রুপির একটি আধুনিক ভবনের উদ্বোধন করা হয়।

শান্তনু ঠাকুর বলেন, পেট্রাপোলকে বড় সীমান্ত শহর হিসেবে গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা চলছে। তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে প্রচুর মানুষ চিকিৎসার জন্য কলকাতায় আসেন, তাই উন্নত পরিষেবার প্রয়োজনীয়তা রয়েছে।

বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের আসল সরকার এখন আর নেই। একসময় দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ ছিল বাংলাদেশ, কিন্তু বর্তমানে তারা অনেক পিছিয়ে গেছে। মৌলবাদের উত্থান দেশটিকে এই অবস্থানে নিয়ে এসেছে। এটি সিরিয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করছে, যা আমরা মেনে নেব না।”

শান্তনু আরও বলেন, “সামরিক ক্ষমতায় ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম এবং অর্থনৈতিকভাবে পঞ্চম বৃহত্তম। ভারত সবসময় বাংলাদেশের বন্ধু ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তবে যদি কেউ আমাদের ভাগ করার চেষ্টা করে, আমরা চুপ থাকব না।”

  • usharbani
  • ঊষারবাণী
  • বাংলাদেশ
  • ভারত
  •