যুদ্ধবিরতি বজায় থাকলেও ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা থামছে না। সর্বশেষ উভয় দেশ পরস্পরের হাইকমিশনের এক কর্মকর্তাকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে।
মঙ্গলবার (১৩ মে) পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
সেদিন এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসলামাবাদে নিযুক্ত ভারতের হাইকমিশনের এক কর্মকর্তাকে তার কূটনৈতিক অবস্থানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। তাকে ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর আরও জানায়, এই সিদ্ধান্ত জানাতে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র (ডেমার্শ) হস্তান্তর করা হয়েছে।
এর আগে একই দিন, নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তাকেও ভারত তার কূটনৈতিক অবস্থানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কর্মকাণ্ডের অভিযোগে অবাঞ্ছিত ঘোষণা করে এবং ২৪ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পাকিস্তানি ওই কর্মকর্তা এমন কিছু কর্মকাণ্ডে যুক্ত ছিলেন যা কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এই ঘটনার ফলে দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।