শিরোনাম

ভারতে ৫ ডিগ্রির নিচে নামল তাপমাত্রা, ১৪ বছরের মধ্যে রেকর্ড

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে তাপমাত্রা আবারও ৫ ডিগ্রির নিচে নেমে গেছে। রোববার ভোরে দিল্লি এবং এর আশপাশের এলাকায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম *হিন্দুস্তান টাইমস* জানিয়েছে, গত কয়েক দিন ধরে দিল্লিতে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। গত এক সপ্তাহে এটি তৃতীয়বারের মতো ৫ ডিগ্রির নিচে নেমেছে তাপমাত্রা।

রোববার সকালে দিল্লির কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সফদরজংয়ে তাপমাত্রা ৪.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৪ বছরে ডিসেম্বর মাসে দিল্লিতে এমন তাপমাত্রার পতন দেখা যায়নি।

ভারতীয় সংবাদ সংস্থা *পিটিআই* আবহাওয়া বিভাগের বরাতে জানিয়েছে, রাজস্থানের কিছু এলাকায় শৈত্যপ্রবাহ সোমবার পর্যন্ত চলতে পারে।

যদিও শীতের প্রকোপ বাড়ছে, তবে বাতাসের গুণমানে উল্লেখযোগ্য উন্নতি হয়নি। বরং শনিবারের তুলনায় রোববার বাতাসের মান আরও খারাপ হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট বিভাগ।