শিরোনাম

৬ দফা মিসাইল ছুড়ে যুদ্ধবিরতির ঘোষণা ইরানের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

ইসরাইলের বিভিন্ন স্থানে এক ঘণ্টার ব্যবধানে ছয়বার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইরান।

মঙ্গলবার (২৪ জুন) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানায়, একাধিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

দিনভর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। আল জাজিরার খবরে বলা হয়, ইরান এক ঘণ্টার মধ্যে ইসরাইলের বিভিন্ন অঞ্চলে ছয় দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইরান থেকে ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হয়েছে। তবে দক্ষিণ ইসরাইলের বিরশেবা শহরের একটি আবাসিক ভবনে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে অন্তত চারজন নিহত হন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।