ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) গোয়েন্দা শাখার একটি স্থাপনায় হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি জানিয়েছে— তারা যেসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, সেগুলো ইসরাইলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি অপারেশনাল পরিকল্পনা ঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া হয়েছে।
এর আগে, ইসরাইলি সংবাদমাধ্যমে জানানো হয়েছিল— ইসরাইলের মধ্য উপকূলীয় শহর হেরজেলিয়াতে একটি গুরুত্বপূর্ণ স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। যদিও সেখানে কোন স্থাপনায় আঘাত লেগেছে, তা স্পষ্ট করে বলা হয়নি; তবে সেটি যে একটি কৌশলগত বা সামরিক স্থাপনা হতে পারে, এমন ইঙ্গিত মিলেছে।
এদিকে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, হেরজেলিয়ায় সাংবাদিকদের প্রবেশে বাধা দিচ্ছে ইসরাইলি কর্তৃপক্ষ। ফলে হামলায় আসল লক্ষ্যবস্তু কী ছিল বা ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র কী— এসব নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।
তবে কিছু অনির্ধারিত সূত্র জানিয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হেরজেলিয়ার একটি গোয়েন্দা কমপ্লেক্সের কাছাকাছি বিস্ফোরিত হয়েছে। ওই এলাকাতে মোসাদের berüchtigt ৮২০০ ইউনিট, বাহাদ ১৫ গোয়েন্দা প্রশিক্ষণ স্কুল এবং একাধিক সামরিক শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত বলে জানা গেছে।