শিরোনাম

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আঞ্চলিক জোট গঠনের আহ্বান ইরানের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান, রাশিয়া এবং চীনের মতো স্বাধীন রাষ্ট্রগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা অপরিহার্য, যা বিআরআইসিএস এবং সাংহাই সহযোগিতা সংস্থার মতো আঞ্চলিক সংগঠনগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের একপাক্ষিক নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে।

সোমবার তেহরানে রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এ কথা বলেন।

তিনি বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর বাস্তবায়ন দুই দেশের ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবিলায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

পেজেশকিয়ান আরও বলেন, ইরানকে একটি পরিবহন ও গ্যাসহাব হিসেবে গড়ে তোলার যে চুক্তি হয়েছে, তা যৌথ সহযোগিতার একটি উৎকৃষ্ট উদাহরণ এবং এর মাধ্যমে উভয় দেশ তাদের স্থায়ী উন্নয়নের লক্ষ্য পূরণ করতে পারবে।

তিনি জানান, ইরান ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক প্রতিনিধি বিনিময় উভয় দেশের অভ্যন্তরীণ সহযোগিতা আরও শক্তিশালী করবে।

পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, বিআরআইসিএস এবং সাংহাই সহযোগিতা সংস্থার মতো আঞ্চলিক সংগঠনগুলো স্বাধীন দেশগুলোর শক্তি বৃদ্ধি করবে এবং ইরান, রাশিয়া ও চীনকে যুক্তরাষ্ট্রের একপাক্ষিক নীতির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম করবে।

তিনি আরও সতর্ক করে বলেন, ইসরাইল যুক্তরাষ্ট্রের সরাসরি সমর্থন নিয়ে আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে, যা মূলত মার্কিন উপস্থিতি বাড়ানোর ক্ষেত্র তৈরি করছে এবং এটি আঞ্চলিক দেশ ও জাতিগুলোর স্বার্থের জন্য একটি বড় হুমকি।

  • usharbani
  • ইরান
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250