ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, গাজা ও লেবাননে রক্তপাত বন্ধ করতে ইসরাইলি নেতাদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে তাদের আইন অনুযায়ী পদক্ষেপ নিতে হবে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূত, কূটনৈতিক মিশন এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। খবর তাসনিম নিউজের।
আরাকচি ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনকে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ উল্লেখ করে বলেন, দখলদার শক্তির আগ্রাসনের জবাব দিতে ইরান দ্বিধাহীন কিন্তু সাবধান।
পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি তুলে ধরে আরাকচি জানান, এই আগ্রাসনের প্রতিক্রিয়া জানানোর আইনগত অধিকার ইরানের রয়েছে এবং ইসরাইল তার ভুল হিসাবের খেসারত দেবে। ইরান ইসরাইলের আগ্রাসন রুখে দিয়েছে জানিয়ে তিনি বলেন, ইসরাইল তার উদ্দেশ্য সফল করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।