শিরোনাম

ইরান ‘বড় ভুল’ করেছে, এর ‘মূল্য দেবে’, নেতানিয়াহুর হুমকি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

ইরান ‘বড় ভুল’ করেছে: ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হুঁশিয়ারি

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের মিসাইল হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরান ইসরায়েলে মিসাইল ছুড়ে ‘বড় ভুল’ করেছে এবং এর জন্য মূল্য দিতে হবে।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ইরানের বিপ্লবী গার্ড ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। এর পরপরই নেতানিয়াহু নিজ দেশের নিরাপত্তা পরিষদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। বৈঠকের আগে তিনি ইরানের হামলা নিয়ে বলেন, “ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম উন্নত, যার মাধ্যমে এই হামলা ব্যর্থ করা সম্ভব হয়েছে।”

তিনি আরও বলেন, “ইরানের সরকার আমাদের প্রতিরক্ষার দৃঢ় সংকল্প বোঝে না। আমরা তাদের ভুল ভাঙাবো। আমাদের ওপর যারা হামলা চালাবে, তাদের ওপর পাল্টা হামলা করা হবে।”

নেতানিয়াহু দাবি করেন, ইরানের প্রক্সি বাহিনী ব্যর্থ হচ্ছে এবং ইসরায়েল সব যুদ্ধ লক্ষ্য অর্জন করেই জয়ী হবে।

  • usharbani
  • ইরান
  • ঊষারবাণী
  •