শিরোনাম

ইসরায়েলের হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধানসহ নিহত ২

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে
ছবি : সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের চালানো সামরিক হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন। একই হামলায় ইরানের দুইজন গুরুত্বপূর্ণ পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবরও নিশ্চিত করা হয়েছে।

১৩ জুন, শুক্রবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম এবং তেহরান টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ওই হামলায় ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাও প্রাণ হারিয়েছেন।

তথ্য অনুযায়ী, হামলার সময় মেজর জেনারেল সালামি রাজধানী তেহরানে আইআরজিসির প্রধান কার্যালয়ে অবস্থান করছিলেন। যদিও ইরানের সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরির মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়লেও, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা তা অস্বীকার করেছে।

এছাড়াও, বোমা হামলায় তেহরানের অন্তত ছয়টি সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। হামলার পর ইরানের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে চরমে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, নিহতদের মধ্যে সালামি ও বিজ্ঞানীদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা থাকায় ইরান থেকে পাল্টা প্রতিক্রিয়া আসা সময়ের ব্যাপার মাত্র।