শিরোনাম

ইরান-ইসরায়েল সংঘাতে ঘি ঢাললেন ট্রাম্প: চীন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে
ইরান-ইসরায়েল সংঘাতে ঘি ঢাললেন ট্রাম্প: চীন

চলমান ইরান-ইসরায়েল সংঘাতে উত্তেজনা আরও বাড়ানোর অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছে চীন। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১৭ জুন) চীনের পক্ষ থেকে এ অভিযোগ আনানো হয়।

চীনের অভিযোগের পেছনে কারণ হিসেবে বলা হচ্ছে— ট্রাম্প সম্প্রতি ইরানিদের রাজধানী তেহরান ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

প্রসঙ্গত, গত শুক্রবার ইসরায়েল ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় বিমান হামলা চালায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন বলেছে, ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেজন্যই তারা হামলা শুরু করেছে। তবে ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্য।

ইরান ও ইসরায়েলের মধ্যে এই টানা পাঁচ দিনের সংঘাত গোটা মধ্যপ্রাচ্যে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা তৈরি করেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পরমাণু চুক্তি বিষয়ক আলোচনা স্থগিত হয়ে গেছে। রোববার ওমানে ষষ্ঠ দফার বৈঠক হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়। যদিও ট্রাম্প এখনো ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে চাচ্ছেন।

এদিকে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করে বলেন, “সবাই যেন দ্রুত তেহরান ছেড়ে যায়।” তার এই মন্তব্য ঘিরেই চীন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এ বিষয়ে বলেন, “সংঘাতের সময় হুমকি, চাপ ও আগুনে ঘি ঢালার মতো বক্তব্য দিয়ে সংকটের সমাধান সম্ভব নয়। বরং এসব উত্তেজনাকে আরও উসকে দেয় এবং পরিস্থিতিকে খারাপ করে তোলে।”

তিনি আরও বলেন, “যেসব দেশের ইসরায়েলের ওপর প্রভাব আছে, তারা যেন দায়িত্বশীল আচরণ করে। এ মুহূর্তে উত্তেজনা প্রশমনের জন্য সক্রিয় পদক্ষেপ নেওয়া জরুরি, যাতে এই সংঘাত আরও ছড়িয়ে না পড়ে।”

অন্যদিকে, চীনের দূতাবাস ইসরাইলে অবস্থানরত চীনা নাগরিকদের দ্রুত দেশটি ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, চীনা নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করে স্থলপথে ইসরাইল ত্যাগ করার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে বলা হয়েছে।